Author talk:William Robinson Clark

From Wikisource
Jump to navigation Jump to search

আরাফাত মুন্না (জন্ম-১৯৯৪,২৯ মার্চ)।বাংলাদেশী তরুণ লেখকদের মধ্যে অন্যতম।আরাফাত মুন্না সর্বাধিক পরিচিত তার গল্প আর উপন্যাসের জন্য।কবিতায়ও তার সমান দক্ষতা রয়েছে।তার কবিতায় উঠে আসে বাংলাদেশ ও তার প্রকৃতি।তার ‘দিগন্ত ছুঁয়েছে বর্ষার হাত’ কবিতাটাই এ কথা পাঠককে মনে করিয়ে দেয়।


পানকৌড়ির ঠোট বেয়ে নেমে আসে একফোটা জল, স্নিগ্ধ চাহনির সাতকাহন মেলেৃ ছায়াকাব্য অবিরল। শ্বেতরঙ্গনের ললাট ছুয়ে যায় আদিমতার স্পর্শে সন্ধ্যামণির পাপড়ি ঝরে চির নবীন এ বর্ষে! ফুল হয়ে ফুটে যায় সময়ের কালো পাতা; বিরহীর ভেজা চোখে স্পর্শহীন কাতরতা। দিগন্তের কালো রেখা নেমে আসে ভুলহীন দৃষ্টিতে বর্ষার হাত ছুয়ে ভিজে যাই তুমি আমি মহাকাব্যের সৃষ্টিতে

বাংলাদেশী উদীয়মান লেখক আরাফাত মুন্না...

[edit]

আরাফাত মুন্না (জন্ম-১৯৯৪,২৯ মার্চ)।বাংলাদেশী তরুণ লেখকদের মধ্যে অন্যতম।আরাফাত মুন্না সর্বাধিক পরিচিত তার গল্প আর উপন্যাসের জন্য।কবিতায়ও তার সমান দক্ষতা রয়েছে।তার কবিতায় উঠে আসে বাংলাদেশ ও তার প্রকৃতি।তার ‘দিগন্ত ছুঁয়েছে বর্ষার হাত’ কবিতাটাই এ কথা পাঠককে মনে করিয়ে দেয়।


                   পানকৌড়ির ঠোট বেয়ে নেমে আসে
                    একফোটা জল,
                   স্নিগ্ধ চাহনির সাতকাহন মেলেৃ
                   ছায়াকাব্য অবিরল।
                   শ্বেতরঙ্গনের ললাট ছুয়ে যায়
                   আদিমতার স্পর্শে      
                   সন্ধ্যামণির পাপড়ি ঝরে
                   চির নবীন এ বর্ষে!
                   ফুল হয়ে ফুটে যায়
                   সময়ের কালো পাতা;
                   বিরহীর ভেজা চোখে
                   স্পর্শহীন কাতরতা।
                   দিগন্তের কালো রেখা
                   নেমে আসে ভুলহীন
                           দৃষ্টিতে
                   বর্ষার হাত ছুয়ে ভিজে যাই
                   তুমি আমি মহাকাব্যের
                           সৃষ্টিতে।