(92)
মহাশয় পলাইয়া কোথায় যাইব এই আমার সাত পুরুষের হাড়গাড়া বাড়ী।
মহাশয়েরদের চরণে পড়িয়া রহিয়াছি। যাহা কর।
তৎকথা।
এ শনের মালগুজারি তোর কত বাকি।
মহাশয় ও কথা আর কহিও না খাজানা আধাআধিও দিতে পারি নাই।
তবে কি হবে।
তাহা ভাবিয়া কিছুই পাই না। দিব কোন তৌল করিয়া আদায় করিয়া।
রাজার রাজস্ব দিতেই হবে তাহার আটক হইতে পারিবে না। তাহার কি ঠাওরাইছিস।
মহাশয় এ শন গোছাইয়া লইতে হবে বড় নাস্তা নাবুদে পড়িয়াছি।
সে সকল কৈফিয়ত এখন রাখ এ কিস্তির খাজানার কি করিয়াছিস।
খাজানা যোত্র করিতে পারি নাই।
খাজানার জন্যে পেয়াদা মহশুল দিতে হইবে নতুবা টাকা দিবি না।
মহাশয় খাজানার টাকার যোত্র করিতে পারি না আর কোথাহইতে পেয়াদার রোজ দিব।
দশঞি তারিখে খাজানা চলিবে টাকার ঠেকানা কর গিয়া।
তৎকথা।
মহাশয় পাঁচ সাত রোজ সবুর করিলে ভাই ইহার মধ্যে বাটী আসিবে।
তোর ভাই কোথা গিয়াছে।