(4)
খানসামা এ সকল কাযের পৃথক২ কার কোন ছদ্দা বেওয়া করিয়া কহ।
যে আজ্ঞা সাহেব।
সাহেবের হুকুম।
পর দিবস সাহেব প্রাতে উঠিয়া হুকুম করিলেন।
খিদমতগার চিলম্চি ও পাত্র করিয়া জল আন। মুখ ধুইব।
সাহেব জল প্রস্তত মুখ ধুন।
নাপিতকে ডাকহ ক্ষৌরী হইব।
সাহেব নাপিত আসিয়াছে হাজামত হউন।
নাপিত কোথায় আমি চুল বানাইব।
সাহেব এই যে আমি হাজির আছি।
বেহারা ধোপ বস্ত্র আনহ আমি কাপড় বদলাইব।
সারথিকে হুকুম দেহ। গাড়ি তৈয়ার করুক। আমি বেড়াইতে যাইব।
সারথি গাড়ি শীঘ্র তৈয়ার কর।
কোন গাড়ি তৈয়া করিব চারি ঘোড়ার কি দুই ঘোড়ার।
চারি ঘোড়ার গাড়িতে ঘোড়া যোড়।
তৎকথা।
খানসামা হাজরির মেজ দেহ আমি তাগাদা ফিরিব। বড় মেজ সাজাইও আর২ অনেক সাহেবলোক হাজরিতে আসিবেন।
সাহেব তবে বড় দালানে মেজ লাগাই।