(6)
হাঁ। আগে সপের ওপর মখমলের বিছানা পাড়িয়া তারপর মেজ লাগাইও।
রূপার বাসনকুসন বাহির করিও।
যে হুকুম সাহেব সমস্ত প্রস্তুত করিলাম প্রায়।
তৎকথা।
সারথি দক্ষিণমুখে ঘোড়া হাঁক
সাহেবের বাগান তাগাইদ যাইব।সাহেব সে বাগানে যাওনের রাস্তা নাই। রাস্তা বন্ধ হইয়াছে।
কি কারণ বন্ধ হইয়াছে। কবে অবধি বন্ধ হইল তুই কি তাহা দেখিয়াছিস।
সাহেব দিন পাঁচেক হইল বাগানের সম্মুখের পথের নরদামা ভাঙ্গিয়াছে তাহার মেরামত হইতেছে অতএব গাড়ির পথ বন্ধ।
আচ্ছা। তাহার নিকটপর্য্যন্ত যাও।
সারথি ঘোড়া বহুত কাহিল কেন।
সাহেব কাহিল নহে। গরমি কালের কারণে কিছু শুস্ত হইয়াছে।
না। আমি বুঝি তোমরা এ সকল কায তদ্দারি কর না।
মাফিক বরাওর্দ্দ খোরাক পায় না অতএব দুর্ব্বল হইয়াছে।
আমি আজি ঘরে যাইয়া খুব তদারক করিব। খাতিরজমায় থাকহ।
সাহেব গোলামের তক্সির কি। এ কাযে আর২ চাকরেরা মুক্তিয়ার। সইশ ও ঘাসিয়াড়া আছে।
ভাল। তাহারা আছে বটে কিন্তু তুই সকলের সরদার ইহাতে তাহারা তোকে মানে না কি?