(14)
সাহেব আমি মুনসি৷ আমি এ দেশীয় ভাষা শিক্ষা করাই৷ এ টাকা নজর৷ এ দেশের দস্তুর এই৷
তুমি মুনসি৷ তুমি কি লোক।
সাহেব আমি এ দেশীয় কায়স্থ।
তুমি কোন২ ভাষা জান।
সাহেব আমি তিন চারি প্রকার ভিন্ন২ ভাষা জানি।
তবে তুমি অনেক জান৷ কিন্তু কি২ জান বিশেষ করিয়া কহ।
সাহেব আমি পারসি আরব্বি ও হিন্দুস্থানি ও বাঙ্গলা ও ইংরাজি ও কতক২ এই সকল পৃথক২ ভাষা জানি।
তুমি আমার চাকর থাকিয়া আমাকে শিক্ষা করাইবা।
সাহেব মেহরবানী করিলে আমি এ সমস্ত শিক্ষা করাইতে পারি।
তুমি কি কেবল এই২ জোবান জানহ৷ কিম্বা তুমি এ দেশীয় রাজ কাৰ্য্য ইত্যাদিও জানহ।
না সাহেব এমত নয় আমি কেবল মুনসি নয়ি আমি দেশ বিদেশের রাজ কার্য্য ও সওদাগরি দিগর সমস্ত জানি।
তৎকথা।
বটে৷ তবে তুমি আমাকে প্রথম বাঙ্গালি কথা ও কার্য্য কৰ্ম্মের লেখা পড়া শিক্ষা করাও।
তুমি আজি অবধি আমার মুনসিগিরিতে প্রবৃত্ত হইলা৷ তোমার মাহিনা কি হবে।
সাহেব আমারদের মাহিনার বরাওর্দ্দ একটা ঠিকানা নাই৷ ত্রিশ টাকা চলন তবে মনিবে অনুগ্রহ করিয়া জেয়াদাও দেন।
ভাল তোমার মাহিনা যাহা আমি প্রকৃত বুঝিব তাহা তোমাকে দিব।