(16)
মুনসি প্রথমত পারসি শিখিব। কি কি শিখিব কি শিখিলে এ দেশের কার্য্য করিতে পারব।
সাহেব এ বাঙ্গলা দেশ। এখানে বাঙ্গলা লেখা পড়া ও ভাষা চলন। ও পশ্চাৎ আর ভাষা শিক্ষণের আটক হবেক না প্রথনে বাঙ্গালা ভাষা ও এই২ লেখা পড়ার আবশ্যক।
তৎকথা।
শুন কত দিন শিখিলে আমি কাৰ্য্য করণের উপযুক্ত হইতে পারি।
সাহেব আপনারা উৎপন্নমতি ও বুদ্ধিমান অতএব দুই বৎসর অভ্যাস করিলে কার্য্যক্ষম হইতে পারিবেন।
মুনসি লেখা পড়া শিক্ষণের কোন সময় উপযুক্ত।
সাহেব প্রাতঃকালে হাজরির পরে দুই প্রহর পর্য্যন্ত ও সেই মত রাত্রেও চাই। পিওনের পর দশ ঘড়ি পর্য্যন্ত।
আচ্ছা তুমি সমায়ানুযায়ি যাতায়াত করিয়া আমাকে শিক্ষাও। আমি কল্য হাজরির পরে পড়িতে প্রবৃত্ত হইব।
যে আজ্ঞা সাহেব।
তৎকথা।
মুনসি তুমি কখন আসিয়াছ।
সাহেব দুই দণ্ড হইল আমি এখানে আসিয়াছি।
আমি তোমাকে দেখি নাই এত বেলা কোনদিগে ছিলা।
সাহেব হাজরি খাওনের পূৰ্ব্বে আসিয়া দপ্তরখানায় বসিয়াছিলাম।
দপ্তরখানায় কি কার্য্যে ছিলা।
না এমত কোন কৰ্ম্ম ছিল না। কেবল বসিয়া গপ্প সপ্প মাত্র।