(18)
পরামর্শ।
কি করিতে হবে।
আমরা কি করিব।
তোমার কি পরামর্শ।
আমরা ইহা করিব।
বড় ভাল করিয়াছ।
আমি কহি শুন।
কিছু কাল থাক।
সে কাৰ্য্য করিলে ভাল নয়।
ভাল। আর এক কার্য্য কর।
তাহা হইলে হয়।
আমার কথা মান না কেন।
তুমি ভাল যুক্তি দিলা বটে কিন্তু সে আমার কর্ত্তব্য নয়।
কি উপায় হইতে পারিবে।
এইত বড় বিষম দুৰ্গতি।
এমন দুঃখ কোন কালে হইল না।
কিছু ভাবনা নাই সকল সিদ্ধ হবে।
ঈশ্বর যাহা করেন।
আমরা ঘাইট করিলে ঈশ্বরের নাম করা কর্ত্তব্য নয়।
সত্য।