(24)
পরিচয়।
তুমি কত দিন ইঙ্গলণ্ড হইতে আইলা।
আমি আর বৎসর শ্রাবণ মাসে বাঙ্গলায় পহুঁছিলাম।
তুমি ইংলণ্ড কি স্কটলণ্ড হইতে আইলা।
আমার জন্মদেশ ঐর্লণ্ড কিন্তু ইঙ্গলণ্ড ছাড়িয়া এখানে আইলাম।
কোন পাঠশালায় বিদ্যা অভ্যাস করিয়াছ।
প্রথমে আমি দব্লিনের এক পাঠশালায় ছিলাম তারপর ইটনে গেলাম।
তুমি কি২ ভাষা শিখিলা।
আমি তিন বৎসর লাটিন অভ্যাস করিলাম ও গ্রীক দুই বৎসর।
তোমরা ইঙ্গলণ্ড ছাড়িয়া কয় মাসে এ দেশে পহুঁছিলা।
আমরা সকল সুদ্ধা আট মাস ছিলাম তাহার মধ্যে পাঁচ মাস সমুদ্রের ওপর ছিলাম ও তিন মাস কেপে থাকিলাম।
তোমরা আগমনে কিছু ব্যামোহ পাইলা কি না।
এক কালে বড় ঝড় ছিল। জাহাজ প্রায় মারা গিয়াছিল।
কোন ভূমি প্রথম দেখিতে পাইলা।
আমরা রাত্রি কালে নদী প্রবেশ করিলাম সকালে উঠিয়া কাল্পির সম্মুখে লঙ্গর ফেলিলাম।
নদীতে হইলে কি ভাবিয়া।
এত দিন জলের ওপর থাকিলে ভূমির দেখাতে বড় আনন্দ ছিল।
লোককে দেখিলে মনে কি হইল।
তাহা কেমন করিয়া বলিব সে আমার মনে নাই। কলিকাতায় পহুঁছিতে আমার বড় ইচ্ছা ছিল। সে কারণ এক পানসি ভাড়া লইয়া শীঘ্র করিয়া এখানে আইলাম।