(42)
তৎকথা।
বড় জনের পুত্ত্ৰ কয় কন্যা কয়।
পুত্ত্র দুই কন্যা তিন।
পুত্ত্র জ্যেষ্ঠ কি কন্যা জ্যেষ্ঠা।
প্রথম এক পুত্ত্র পরে এক কন্যা তাহার পর পুত্ত্র তৎপরে দুই কন্যা।
দুই পুত্ত্রের উপনয়ন হইয়াছে কি না।
জ্যেষ্ঠ পুত্ত্রের উপনয়ন হইয়াছে এইক্ষণে ব্যাকরণ পড়িতেছেন ছালিয়াটি সুবুদ্ধি বটে সুন্দর সুশ্রী কনিষ্ঠটি নাম লিখিতেছে।
কন্যার বিবাহ দিয়াছেন কি না।
বড় কন্যার বিবাহ অষ্টম বর্ষে নৈকষ্য কুলীন আনিয়া বিবাহ দিয়াছেন। পাত্রটি সুশ্রী সুভব্য বটে ৷
বিবাহের সময় ব্যয় কি মত করিয়াছিলেন। ঘটক কুলীনের আগমন কি মত হইয়াছিল তাহারদের বিদায় কিরূপ করিয়াছেন।
কুলীন প্রায় দুই তিন শত ঘটকও পাঁচ ছয় শত আসিয়াছিল তাহারদের বিদায় যেমত করিয়াছিলেন তাহাতে সুখ্যাতি হইয়াছে।
আপনার এখানে কিছুকাল স্থিতি আছে।
না। আমি বিদায় হইলাম অদ্যই এখানহইতে প্রস্থান করিব।
শুপারিস।
আমি মহাশয়ের নিকট আসিয়াছি আমার এক বিষয়ে নালিষ আছে মহাশয় করিলেই হয়।
বল কি নালিষ তোমার।
আমার এই নালিষ মহাশয়ের জামাতার তালুকে আমার এক বাটী আর দুই