702. BENGALI LANGUAGE & LITERATURE, [ Chap. ‘Let your mind be the bird chakora, and cry for a drop of mercy, even as the bird eries for a drop of water from the clouds. From the divine feet bear- ing the marks of @% (the flag), FF (the thunder), and BE (the hook) flowed the Ganges, and what is that but the stream of His mercy ? Bathe yourself in this, the sacred stream of divine mercy, You will be immortalised in love. চা Take refuge in the feet from which springs all light; they will dispel the darkness of the mind ; that light will cause your heart to bloom, even as
the sun’s rays opens up the lotus. Be deep-drunk like the bee with the honey of his love. ‘“ Thecreator has placed nectar and poison in the same cup, and given you eyes to discriminate between the two. Why should ye prefer poison to nectar like a blind man? He who acts like a blind man though he has eyes, misuses and loses carelessly the precious gift of love”. হৃদয় মন্দির মাঝ, রূসরাজে, বসায়ে দেখিব মাখি মৃদিয়ে। বিকায়ে সে পদে, বাধি হদে, কলঙ্ক বিচ্ছেদে নাহি ভয়ে ॥ মনেরে করে চাতক পাখী রাখব বিশেষে। জলং দ্রেহি জলং €দোঁহ ডাকৃব প্রেমের প্রয়াসে ॥ ধবক্গ বন্গা্ুশ যূত পদ হইতে, FV হলেন যাহাতে । CH PUSH AA LATA, করিব কালেরে পরাজয় ॥ কমল্জজন, সেবিতধন, অকণচরণে ! মনের ঠিমির বিনাশ পায় সে কিরণে ॥ হদে মাছে শন্তদল, সে কমল ফুটিবে, প্রেম পিযুষ ঘটিবে। মন মধুব্রত হয়ে যেন, রত সেই নামামৃত সুধা থায়। অমিম্ন আর গরল ছুহ রাখিয়ে সাক্ষাতে । নয়ন দিছেন বিধাত। দেখিয়ে ভাঁক্ষতে॥ তাছ্ছিয়ে এ সুধারস, কেন বিষ ভক্ষিবে, কলুষকুপে ডুবিবে। থাকিতে নয়ন অন্ধ ঘে জন, পেয়ে প্রেমধন সে হারার ॥