194 BENGALI LITERATURE আর সৈন্যের বুদ্ধি হউক। তারপর রাজা জিজ্ঞাসিলেন ওহে চৌকিদার কহ শব্দের বুভ্তীন্ত কি জানিলা। চৌকিদার কহিলেক মহারাজ শ্রবণ করিতে আজ্ঞা হউক। একক্ত্রী সর্বাঙ্গসুন্দরী আপন স্বামির সহিত কলহ করিয়! বাটা হইতে বাহিরে আসিয়৷ পথমধ্যে বসিয়া মনোদুগখেতে শব্দ করিতেছিল যে আমি যাইতেছি এমত কোন ব্যক্তি আছে আমাকে ফিরাইবে। আমি সেই স্ত্রীর সাক্ষাতে পঁহুছিয়া কোমল বাক্য দ্বারায় তুষিয়। তাহারদের স্ত্রীপুরুষে মিলন করিয়া দিলাম এখন সেই স্ত্রী স্বীকুত হইলেন যে আমি স্বামির বাটা হইতে আর যঠ্িশত বৎসর আর কোথাও যাইব না। রাজা চৌকিদারের উত্তম ধারাঁতে আর জ্ঞানেতে তুষ্ট হইয়া কহিলেন ওহে চৌকিদার যে কালে তুমি আমার বাঁটার বাহির হইলা সেই সময় আমিও তোমার পশ্চাৎ গমন করিয়! দূর হইতে তোমার আর. প্রতিমার এবং তোমার তনয়ের উত্তর প্রত্যুত্তর শুনিয়াছি আর তোমরা যাহা করিয়াছিল! তাহাঁও দেখিয়াছি ঈশ্বর তোমার ভাল করিবেন এবং আমিও ভগবানের প্রার্থনার দ্বারা তোমার দৈন্য দূর করিৰ ও ধনবান করিব। তারপর রাঁজ! রাঁজসিংহাঁসনে উপবিষ্ট হইলে দেশের প্রধানের! ও সকল বিচারকেরাঁও হাজীর হইলেন। এই সময় রাজা তীাহারদের সাক্ষাতে চৌকিদারকে প্রধান মন্ত্রী ও ধনভাগারির কর্মে নিযুক্ত করিয়া চাবি ও কুলুপ সকল তাহাকে সমর্পণ করিলেন ।__ তোতা তেবরস্তান রাজার এই কথা সাঙ্গ করিলেই রাত্রি প্রভাত ও কুর্য্য উদয় হইল এ কারণ সেই দিবস খোজেস্তার যাঁওন হইল ন|। খোজেস্ত। সমস্ত রজনী এই ইতিহাস শ্রবণে জাগ্রত ছিলেন অতএব মখমলের বিছানাতে শয়ন করিলেন |! As in the case of most of the Bengali writers of this period, nothing practically is known about the life of the author of Raja Krsnachandra Rayer Charitra® except that in the description of the book given by
তোতা ইতিহাস, pp. 21-29.
- The title-page says; History of Raja Krishnu Chundru Roy :
Rajib-lochan Mukho- padhyay.