PUNDITS AND MUNSIS 207 করিলেন। পরে রাজ! সেই দিংহাসনে বসিতে ইচ্ছা করিয়! পঞ্ডিত- লোকেরদিগকে আনাইয়৷ শুভক্ষণ নিরূপণ করিয়া ভূত্াবর্গেরদিগকে অভিষেক সামগ্রী আয়োজন করিতে আজ্ঞা করিলেন। ভৃতাবর্গেরা আজ্ঞা পাইয়! দধি ছূর্বব! চন্দন পুষ্প অগোর কুস্কম গোরোচনা ছত্র তরাস চামর মযূরপুচ্ছ অস্ত্ণন্ত্র পতিপুত্রবতী স্ত্রীগণের হস্তেতে দর্পণাদি অধিবাস সামগ্রী সপ্তদ্বীপা পৃথিবীর চিহ্কেতে চিত্রিত এক ব্যাদ্ব চম্ম এই সকল শাস্ত্রোক্ত রাজাভিষেক সামগ্রী আয়োজন করিয়া রাজার নিকটে নিবেদন করিল। তৎপর শ্রীভোজরাজা গুরু পুরোহিত প্রতি ব্রাহ্মণ পঞ্ডিতবর্গ মন্ত্রি সামন্ত সৈম্ত সেনাপতিতে বেষ্টিত হইয়! সিংহাসনে বসিয়৷ অভিষিক্ত হবার নিমিত্তে সিংহাসনের নিকটে উপস্থিত হইলেন ইত্যবসারে (ইত্যবসরে) সিংহাসনের প্রথম পুন্তলিকা রাজাকে কহিতে লাগিলেন। হে রাজা শুন যে রাজা গুণবান অত্যান্ত ধনবান অতিশয় দাত! অত্যন্ত দরালু অতিবড় শুর সাত্বিক স্বভাব সদা উৎসাহণাল প্রবল প্রতাপ হন সেই রাজ! এই সিংহাসনে বসিবার যোগা অন্ত সামান্ত রাজ! উপযুক্ত নয়। ইহা! শুনিয়৷ রাজা কহিলেন হে পুন্তলিক। আমি যাচএগ মাত্রে উপযুক্ত পাত্র বুঝিয়! সাদ্ধ লক্ষ স্বর্ণ দি অতএব আমা হইতে আধিক (অধিক) দাতা পৃথিবীতে অন্ত কে আছে। ইহা শুনিয়! পুত্তলিকা উপহাস কিরয়! (করিয়া) কহিলেন। হে রাজা শুন থে লোক মহত হয় সে আপনার গুণ আপনি বর্ণনা! করে না তুমি আপ্রন গুণ আপনি ব্যাখ্য। করিলে ইহাতেই বুঝিলাম তুমি অতি ক্ষুদ্র।' Mrtyufjay’s next work of translation was that of Hitopades. The Sanserit Hitopades, than which there might be greater books in the world but none perhaps which has a more interesting literary history, seems to have, with strange Hitopades. prescience, gauged the literary or amusive require- ments not only of its own but also of times to follow: and consequently it seems to have always possessed a peculiar fascination for a host of translators of all periods
» pp. 2-8.