240 BENGALI LITERATURE . সকল নরদামা বন্দ করিয়া কিঞ্চিং গভীর নরদামা করা ade,” ইত্যাদি (২৭শে মে, ১৮২০। ১৫ই জ্যৈষ্ঠ, ১২২৭)। “বেদান্ত মত। ৯ই মে রবিবার শ্রীযুত রাধাচরণ মজুমদারের পুত্র শ্রীকুঞ্ণমোহন ও শ্রীবজমোহন মজুমদারের ঘরে শ্রীধুত রামমোহন রায় প্রভৃতি সকল বৈদান্তিকেরা একত্র হইলেন এবং পরম্পর আপনারদের মতের বিব্চেন! করিলেন। আমরা শুনিয়াছি যে সেই সভাতে জাতির প্রতিবিধি কিন্বা নিষেধ বিষয়ে বিচার হইল এবং খাছ্যের প্রতি যে নিষেধ আছে তাহারও বিষয়ে বিচার হইল। এবং যুবতি স্ত্রীর মরণানন্তর সহমরণ না করিয়া কেবল ব্রন্গচর্য্যে কালক্ষেপ কর্তব্য এই বিষয়েও অনেক বিবেচনা হইল এবং বৈদিকধন্ম্নের বিষয়ে বিচার হইল সেই সময়ে বেদের উপনিষদ হইতে আপনারদের মতান্ুযায়ি বাক্য পড়া গেল ও তাহার অর্থ করা গেল ও তাহার! বেদান্তের মতানুসারে গীত গাইলেন।” (২২শে মে, ১৮১৯ । ১০ই জ্যৈষ্ঠ, ১২২৬। দস্কুলবুক সোসয়িটা। ১১ আক্টোবর বুধবারে কলিকাতার স্কুলবুক সোসয়িটার তৃতীয় বংসরীয় মিসিল হইয়াছে এবং এঁ সোসয়িটা অতি স্থুন্দররূপ চলিতেছে । @ সোসফ্সিটার অতঃপাতি লোকেরা নৃতন ২ প্রকার পুস্তক প্রস্তত করেন ও বাঙ্গালা পাঠশালাতে বিতরণ করেন। তাহাতে লক্ষমণৌয়ের নবাব সাহেব কোম্পানির উকীল সাহেব দ্বারা স্কুলবুক সোসয়িটার ব্যয়ের কারণ এক হাজার টাকা কলিকাতা! পাঠাইয়! দিয়াছেন। শ্রীযুত মন্তেগু সাহেব ও শ্রীযুত তারিণীচরণ মিত্রজার কথাক্রমে মৃত্যুঞ্জয় বিছ্বালঙ্কারের প্র শ্রীধুত রামজয় তর্কীলঙ্কার এ সোসয়িটার কোমিটাতে আপন পিতার ভার পাইয়াছেন এবং শ্রীযুত বাবু উমানন্দ ঠাকুরও এ সোসয়িটার অন্তঃপাতী হইয়াছেন এবং মৌলবী করীম হোসেন শ্রীযুক্ত লেপ্তেনস্ত বাইস সাহেৰ ও-কাজী আবছুল হমিদের কথাক্রমে পুনর্বার এঁ সোসফ়িটার অন্তঃপাতী হইয়াছেন।” (২১শে অক্টোবর, ১৮২০। ৬ই কার্তিক, ১২২৭ )।