354 BENGALI LITERATURE আমার নাগরে৷ গিয়েছিলেন কারো! কলঙ্ক-সাগরো! মথিতে। ফুরায়ে মন্থনো এনেছেন নিশানো আখির অঞ্জন গলেতে ॥ It will be noticed that in this poem as well as in other poems on the same theme, the characteristic feature lies in its power of gentle banter and soft সিটি _characteristic sarcasm which, though not rare in other Kabiwalas, was wielded with great effect by Rasu and Nrsinha. In all these poems we have, on the one hand, the extreme simplicity of natural emotion befitting a mugdha heroine, on the other, there is a sense of pride and self-esteem, which imparts a touch of malicious egoism to these passionate songs. Alluding to Kubja, the Sakhi says— শ্যাম, রূপেরো! বিচারো! যদি মনে করো মজেছ যাহার কারণে । ওহে লক্ষ কুবুজারো৷ রূপেরো৷ ভাগ্ডারো শ্রীমতী রাধারো চরণে ॥......... শ্যাম, ত্যজিলে শ্রীমতী তাহাতে কি ক্ষতি যুবতী সকলি সহিলো!। ভূজঙ্গ-মীণিকো হোরে নিলো ভেকো মরমে এ ছুখো রহিলো ॥ শ্যাম, প্রদীপেরো আলো! প্রকাশ পাইলে! চন্দ্রমা লুকালো গগনে। ওহে গোখুরের জলো৷ জগতো ব্যাপিলো! সাগর শুকালো তপনে॥ Or take another শ্যাম, কাঁর ভাবে ভূলে, কহু কোথা ছিলে মোৌজেছিলে কার প্রেমেতে ।