Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengalee Language/Taking Counsel
পরামর্শ।
কি করিতে হবে।
আমরা কি করিব।
তোমার কি পরামর্শ।
আমরা ইহা করিব।
বড় ভাল করিয়াছ।
আমি কহি শুন।
কিছু কাল থাক।
সে কাৰ্য্য করিলে ভাল নয়।
ভাল। আর এক কার্য্য কর।
তাহা হইলে হয়।
আমার কথা মান না কেন।
তুমি ভাল যুক্তি দিলা বটে কিন্তু সে আমার কর্ত্তব্য নয়।
কি উপায় হইতে পারিবে।
এইত বড় বিষম দুৰ্গতি।
এমন দুঃখ কোন কালে হইল না।
কিছু ভাবনা নাই সকল সিদ্ধ হবে।
ঈশ্বর যাহা করেন।
আমরা ঘাইট করিলে ঈশ্বরের নাম করা কর্ত্তব্য নয়।
সত্য।
TAKING COUNSEL.
What is to be done?
What shall we do?
What is your advice?
We will do this.
You have done excellently.
I will speak. Hear.
Stop a little.
It will not be best to do so.
Well, try another way.
That will do.
Why don't you mind my orders.
You gave good counsel truly; but it will be improper for me to follow it.
What way can be contrived?
This is unparalleled affliction.
There never was trouble like this.
Don't be anxious: all will be well.
It will be as God pleases.
It is very improper for us to commit faults, and then to charge them upon God.
True.