(84)
তোর যে বড় গলা রে ভাইখাকী। আজি তোর অহঙ্কার ভাঙ্গিতে হবে। তাহা নহিলে তুই নিরস্ত হবি না।
আজি তুই আমারে নিরস্ত না করিয়া যদি ভাত খাইস তবে তোর পুতের মাথা খাইস।
শুনিতে পাও তোমরা গো রাক্ষসী খানকির কথা এমত রক্ষসীর মুখে আগুন দেওয়া উচিত।
তুই মুখ সামুলিয়া র লো আজি তোর ভাল রাতি পোহায় নাই বলিতেছি তোরে।
আমার ভাল রাতি পোহায় নাই কি তোর দেখিস এখন নাথিয়া তোর মুখ থেঁতলা করিব তথন জানিবি।
তুই যদি মোরে নি মারিস তবে তোর পুতের মাথা খাইস লো খানকি।
গস্তানী বজ্জাতি তুই যেমন পুতের কিরা দিস তোর মুখে ঝাঁটা মারিয়া মুখ ভাঙ্গিয়া দিব লো খানকি ঠেঁটী।
তুই যদি ঝাঁটা মারিস তবে তোরে কেহ কোস্তা মারিতে পারিবে না।
ভালখাকী তুই যে প্রকার কায করিয়াছিস তাহা কেডা না জানে বড় গলা টলা করিয়া সকল মাত করিবি বুঝি।
তুই যা মনে ঠাওরাইয়াছিস তা কখন হইতে পারিবে না লো। অমুক ভাতারী। তোর কথা সকলেই শুনিয়াছে৷
তুই যত সতী সাধ্বী পতিব্ৰতা তা না জানে লোকে এমন নয়।
কিমত তুই বাড়িয়াছিস কর্ত্তাকে আজি বাড়ী আসিতে দে তোরে লইয়া ঘর করুণ আমারদের বিদায় দেউন।
তুই আমার নামে ফরিয়াদ করিয়া যত করিতে পারিস তাহাতে কামাই দিস না। তোর বড় দিব্ব লাগেলো।